
মো: খলিলুর রহমান.বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : সার্ভে ডিপার্টমেন্টে চতুর্থ সেমিস্টার পরীক্ষায় দেশসেরা ফলাফল অর্জন করেছেন পটুয়াখালীর বাউফলের নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিউটের চতুর্থ ব্যাচের ছাত্র মো: রাকিব হোসেন। ২০২২-২০২৩ইং শিক্ষাবর্ষের ছাত্র রাকিব সার্ভে চতুর্থ ব্যাচের পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়ে দেশসেরা ফলাফলের কৃতিত্ব অর্জন করেন। রাকিবের বাবার নাম মো: রুহুল আমিন। রাকিব বাউফল ইউনিয়নের দক্ষিণ হোসনাবাদ গ্রামের বাসিন্দা। এছাড়াও নবারুণ সার্ভে এন্ড পলিটেকনিক ইন্সটিউট সার্ভে ডিপার্টমেন্টে চতুর্থবারের মতো এবছরও দেশসেরা ফলাফল অর্জন করায় আনন্দ র্যালী করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। নবারুণ সার্ভ এন্ড পলিটেকনিক ইন্সটিউটের পরিচালক এম কে আর হাসনাইনের নেতৃত্বে র্যালিটি দক্ষিণ চন্দ্রপাড়া পলিটেকনিক ইন্সটিউট থেকে শুরু করে উপজেলা হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওই বিদ্যালয়ে এসে শেষ হয়।
এ বিষয়ে নবারুণ সার্ভ এন্ড পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, পরীক্ষায় ভালো করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কলেজের চেয়ারম্যান স্যারে ও আমার ক্লাসের স্যারেরা। প্রতিদিন ক্লাস শুরুর আগে চেয়ারম্যান স্যারে গেটে তালা লাগিয়ে দিতেন যার জন্য বাধ্য হয়ে আমাদের ক্লাস করতে হতো। ক্লাসের স্যারেরা প্রতিদিন দুই তিনটা বিষয়ে পরীক্ষা নিত। পরীক্ষার জন্য প্রতি রাতে আমাকে প্রস্তুতি নিতে হতো। এছাড়া আমার বাবা মা রাত জেগে আমার পাশে বসে থেকে আমার লেখা পড়ায় উৎসাহ দিতেন।
এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের পরিচালক এম কে আর হাসনাইন বলেন. হাজার বছরের কচ্ছপ ও খরগোশের গল্পটা শুনে এসেছি, আর সেটাকেই বাস্তবে কাজে লাগিয়েছি। প্রতিদিন সকাল ৮টায় গেট লক করে দিই এবাং ২টায় ওপেন করি। নিয়মিত টিউটিরিয়াল পরীক্ষা নিই যার জন্য ছাত্রছাত্রীকে প্রতিদিন কমবেশি লেখাপড়া করতে হয়। আর ভালো রেজাল্ট করার এটাই অন্যতম কারণ।