ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণে সেনাবাহিনীর কার্যক্রম Logo ধলেশ্বরী নদীতে সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৬ জন আটক Logo ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পিরোজপুর জেলখানার অন্য রকম এক চিত্র Logo কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন হয়েছে Logo আনন্দ-উচ্ছ্বাসে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী Logo কালিগঞ্জেে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের ১ম পুনমিলনী অনুষ্ঠিত Logo বাউফলে আজ ১৪ গ্রামে পালিত হচ্ছে ঈদ উৎসব Logo জাতীয় ঈদগাহ কেন্দ্রিক থাকবে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ইবির আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টারের নেতৃত্বে আমিন-মেহেদী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • ৫৩৪ বার পড়া হয়েছে

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিন খান শুভ ও সেক্রেটারি হিসেবে একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।   বৃহস্পতিবার (১৩ মার্চ) এএসএম-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের তত্ত্বাবধানে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে কমিটি গঠন করা হয়।  নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—  ভাইস-প্রেসিডেন্ট মাহাদী হাসান সজল ও মো. হেলাল উদ্দিন, ট্রেজারার জাকারিয়া আলম বাপ্পি, জয়েন্ট সেক্রেটারি বর্ষন কর্মকার প্রান্ত, পাবলিক রিলেশন অফিসার অভিনন্দন পাল সিমান্ত, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি শতাব্দী ইসলাম শান্তা, ডেপুটি ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি মো. শাহরিয়ার নাজিম ও উম্মা হাবিবা হাফসা, মিডিয়া ও কমিউনিকেশন সেক্রেটারি শাহরিয়ার হাসান আবির।  এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. মেহেদী হাসান, ফুয়াদ হাসান ফাহিম, অন্তর বিশ্বাস, অদিতি রায় ও মো. সম্রাট আকবর। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৪৪ নম্বর কক্ষে কার্যনির্বাহী পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম (কান্ট্রি অ্যাম্বাসেডর, এএসএম), শোভন সাহা (সাবেক সভাপতি) ও আবু রেজা (সাবেক সাধারণ সম্পাদক)।    নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি এবং সংগঠনের সকল সদস্যের প্রতি, যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন। আমরা সবাই একসঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করব।” নবনির্বাচিত সভাপতি আমিন খান শুভ বলেন,  “আমাদের লক্ষ্য কর্মশালা, সেমিনার ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং মাইক্রোবায়োলজি ক্ষেত্রে অবদান রাখা। আমরা চাই, ইসলামী বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে গবেষণা ও শিক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠুক।” এএসএম-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম বলেন, “এই সংগঠন মাত্র এক বছরেই অসংখ্য সফল আয়োজন করেছে। আশা করছি, নতুন কমিটিও একই নিষ্ঠা ও উদ্যম নিয়ে কাজ করবে এবং সংগঠনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।” উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয়ে এএসএম স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্বোধন হয়। সংগঠনটি ইতোমধ্যে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ’, ‘নেক্সট-জেনারেশন জিনোমিক্স ও ড্রাগ ডিজাইন কর্মশালা’ এবং ‘থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন’সহ বেশ কিছু সফল কার্যক্রম সম্পন্ন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণে সেনাবাহিনীর কার্যক্রম

ইবির আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টারের নেতৃত্বে আমিন-মেহেদী

আপডেট সময় ০৫:২২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)  আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রেসিডেন্ট হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিন খান শুভ ও সেক্রেটারি হিসেবে একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন।   বৃহস্পতিবার (১৩ মার্চ) এএসএম-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের তত্ত্বাবধানে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে কমিটি গঠন করা হয়।  নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—  ভাইস-প্রেসিডেন্ট মাহাদী হাসান সজল ও মো. হেলাল উদ্দিন, ট্রেজারার জাকারিয়া আলম বাপ্পি, জয়েন্ট সেক্রেটারি বর্ষন কর্মকার প্রান্ত, পাবলিক রিলেশন অফিসার অভিনন্দন পাল সিমান্ত, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি শতাব্দী ইসলাম শান্তা, ডেপুটি ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি মো. শাহরিয়ার নাজিম ও উম্মা হাবিবা হাফসা, মিডিয়া ও কমিউনিকেশন সেক্রেটারি শাহরিয়ার হাসান আবির।  এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. মেহেদী হাসান, ফুয়াদ হাসান ফাহিম, অন্তর বিশ্বাস, অদিতি রায় ও মো. সম্রাট আকবর। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৪৪ নম্বর কক্ষে কার্যনির্বাহী পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম (কান্ট্রি অ্যাম্বাসেডর, এএসএম), শোভন সাহা (সাবেক সভাপতি) ও আবু রেজা (সাবেক সাধারণ সম্পাদক)।    নবনির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার প্রতি এবং সংগঠনের সকল সদস্যের প্রতি, যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন। আমরা সবাই একসঙ্গে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করব।” নবনির্বাচিত সভাপতি আমিন খান শুভ বলেন,  “আমাদের লক্ষ্য কর্মশালা, সেমিনার ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং মাইক্রোবায়োলজি ক্ষেত্রে অবদান রাখা। আমরা চাই, ইসলামী বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে গবেষণা ও শিক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠুক।” এএসএম-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম বলেন, “এই সংগঠন মাত্র এক বছরেই অসংখ্য সফল আয়োজন করেছে। আশা করছি, নতুন কমিটিও একই নিষ্ঠা ও উদ্যম নিয়ে কাজ করবে এবং সংগঠনকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।” উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অক্টোবর ইসলামী বিশ্ববিদ্যালয়ে এএসএম স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্বোধন হয়। সংগঠনটি ইতোমধ্যে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ’, ‘নেক্সট-জেনারেশন জিনোমিক্স ও ড্রাগ ডিজাইন কর্মশালা’ এবং ‘থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং ক্যাম্পেইন’সহ বেশ কিছু সফল কার্যক্রম সম্পন্ন করেছে।