পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের বাদুরায় একটি মাদ্রাসার সামনে অবস্থিত সাবেক জেলা ও দায়রা জজ ও তার পিতা মাতার কবরস্থানে ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার রাতে স্থানীয় দারুল উলুম খাদেমুল ইসলাম বাদুরা কওমী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে ভাংচুরের ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক সিকদার এর পুত্র আব্দুল আলিম সিকদার জানান, দারুল উলুম খাদেমুল ইসলাম বাদুরা কওমী মাদ্রাসা সংলগ্ন কবরস্থানের জন্য জায়গা কিনে সেখানে সাবেক জেলা ও দায়রা জজ মহিউদ্দিন খান, পিতা মোহাম্মদ আলী খান, মাতা মোসাম্মত সুফিয়া বেগমে এবং বোনের কবর দেওয়া হয়। সোমবার রাতের দিকে স্থানীয় ৯/১০ জন সশস্ত্র ব্যক্তিবর্গ হামলা চালিয়ে এসব কবরস্থান ভাংচুর করে ও তান্ডব চালায়।
স্থানীয় আব্দুল খালেক সিকদার জানান, এখানে জমি কিনে জজ সাহেবের কবর দেওয়া হয়েছে। কিছুদিন আগে কবর বাধাঁইতে আসছে জাকির খান এর কাছে চাঁদা চাইছে। জাকির চাঁদা না দেওয়াতে এই ঘটনা ঘটায়।
স্থানীয় মোশারেফ মৃধা জানান, কবরস্থান বাধানোর সময় তারা চাঁদা চাইছে। চাঁদা না দেওয়ার কারনে তারা কবরস্থান ভাংচুর করেছে।