
নিউজ ডেস্ক: ঢাকা, ১২ মে ২০২৫ খ্রি. অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। রাসেল ফরাজী (৩৫) ২। মোঃ জনি (৩৬) ৩। মোঃ আশরাফুল ওরফে রুবেল (৩৯) ৪। মোঃ কাইয়ুম ৫। মোঃ হাবু শেখ (৪০) ৬। মোঃ লিটন (৩৫) ৭। মোঃ মাসুদ (৩৪) ৮। ফরহাদ (২৭) ৯। মোঃ সুলায়মান হোসেন ইমন (২৬) ১০। মোঃ রাসেল কবির (২৩) ১১। মোঃ ফয়সাল মিয়া (২৮) ১২। মোঃ রাব্বি (২০) ১৩। আল আমিন (২৪) ১৪। মোঃ সোহেল (৩২) ও ১৫। মোঃ হাসান (২২)।
রবিবার (১১ মে ২০২৫ খ্রি.) কোতয়ালী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী । অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত হতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।