ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভণ্ডামি বাদ দেন স‍্যার’— আসিফ নজরুলকে হাসনাত Logo কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা Logo তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ক্রীড়ার বিকল্প নেই—সাবেক এমপি কাজী আলাউদ্দিন Logo জাতীয় রাজস্ব বোর্ডের জুলাই – ২০২৫ মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo বাড্ডায় ৭৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার Logo নওগাঁয় দুর্নীতির তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলা:মামলার পরও গ্রেফতার হয়নি কেউ Logo খুন মামলার রহস্য উম্মোচন,খুনের ঘটনায় ব্যবহৃত আলামত কাঁচি উদ্ধার গ্রেফতার ১ Logo মধ্যনগরে নাতে রাসুল ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ফারিয়া আক্তার ফ্যাশন হাউজের উদ্বোধন Logo লতিফ-কার্জন-পান্নাসহ ১৬ জন কারাগারে Logo ফেনী জেলার কনস্টেবল নিয়োগ জুন-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

কমনওয়েলথ চার্টার কর্মশালার উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৩ জুন ২০২৫, আজ (সোমবার) ঢাকাস্থ লেক সোর হাইটস হোটেলের সম্মেলনকক্ষে কমনওয়েলথ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কমনওয়েলথ সনদ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উক্ত কর্মশালায় ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো বিভিন্ন যুব সংগঠনের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং মিডিয়া ব্যক্তিত্ব থেকে প্রায় ১০০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

এ সময় উপদেষ্টা বলেন, কমনওয়েলথ সনদ গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি সম্মিলিত বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। এটি ৫৬টি দেশের ২.৫ বিলিয়নেরও বেশি মানুষের জন্য একটি নৈতিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে। ২০১৩ সালে গৃহীত হওয়ার পর থেকে, সনদটি সদস্য রাষ্ট্রগুলোতে শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে মুক্ত ও গণতান্ত্রিক সমাজকে এগিয়ে নিতে অনুসরণ করছে।

উপদেষ্টা বলেন, গত ১৬ বছরে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা নির্মমভাবে দমন করা হয়েছিল, ভোটাধিকার ধারাবাহিকভাবে অস্বীকার করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এবং বড় আকারের দুর্নীতি ও অর্থ পাচার দেশের সম্পদ ও প্রতিষ্ঠানগুলিকে নিঃশেষ করে দিয়েছিল।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহনের পর থেকে এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং নাগরিক সমাজ, বিশেষজ্ঞ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ সংগঠন এবং অন্যান্য অংশীদারদের সাথে ব্যপকভাবে পরামর্শের ভিত্তিতে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ইতিমধ্যেই, ১২১টি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের জন্য প্রস্তুত হিসেবে চিহ্নিত করা হয়েছে, অন্যদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন অন্যান্য প্রয়োজনীয় সংস্কারের পরিধি এবং সময়সীমা নির্ধারণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। একই সাথে, কমিশন ‘জুলাই সনদ’-এর চূড়ান্তকরণের জন্যও নিরলসভাবে কাজ করছে – যা জনগণের আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখবে, যা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করবে। এই উদ্যোগগুলি জুলাইয়ের বিদ্রোহের চেতনার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে। তিনি বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে গণতন্ত্র আর কখনোই সংকুচিত হবে না, যেখানে সকল মানুষের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা সুরক্ষিত থাকবে। উপদেষ্টা প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, কমনওয়েলথ সনদে অন্তর্নিহিত মূল্যবোধ – যেমন গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এবং আইনের শাসন সম্পর্কে জানার মাধ্যমে আমাদের যুবসমাজ চলমান জাতি গঠন প্রক্রিয়ায় অর্থপূর্ণ অবদান রাখতে পারবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, কমনওয়েলথ এর অ্যাসিসটেন্ট সেক্রেটারী জেনারেল প্রফেসর লুইস ফ্রানসিস সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভণ্ডামি বাদ দেন স‍্যার’— আসিফ নজরুলকে হাসনাত

কমনওয়েলথ চার্টার কর্মশালার উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় ০৫:৩০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

আলী আহসান রবি: ঢাকা, ২৩ জুন ২০২৫, আজ (সোমবার) ঢাকাস্থ লেক সোর হাইটস হোটেলের সম্মেলনকক্ষে কমনওয়েলথ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কমনওয়েলথ সনদ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উক্ত কর্মশালায় ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো বিভিন্ন যুব সংগঠনের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং মিডিয়া ব্যক্তিত্ব থেকে প্রায় ১০০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

এ সময় উপদেষ্টা বলেন, কমনওয়েলথ সনদ গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রতি সম্মিলিত বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। এটি ৫৬টি দেশের ২.৫ বিলিয়নেরও বেশি মানুষের জন্য একটি নৈতিক দিকনির্দেশনা হিসেবে কাজ করে। ২০১৩ সালে গৃহীত হওয়ার পর থেকে, সনদটি সদস্য রাষ্ট্রগুলোতে শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে মুক্ত ও গণতান্ত্রিক সমাজকে এগিয়ে নিতে অনুসরণ করছে।

উপদেষ্টা বলেন, গত ১৬ বছরে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থায় মত প্রকাশের স্বাধীনতা নির্মমভাবে দমন করা হয়েছিল, ভোটাধিকার ধারাবাহিকভাবে অস্বীকার করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এবং বড় আকারের দুর্নীতি ও অর্থ পাচার দেশের সম্পদ ও প্রতিষ্ঠানগুলিকে নিঃশেষ করে দিয়েছিল।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহনের পর থেকে এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং নাগরিক সমাজ, বিশেষজ্ঞ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ সংগঠন এবং অন্যান্য অংশীদারদের সাথে ব্যপকভাবে পরামর্শের ভিত্তিতে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ইতিমধ্যেই, ১২১টি প্রস্তাব দ্রুত বাস্তবায়নের জন্য প্রস্তুত হিসেবে চিহ্নিত করা হয়েছে, অন্যদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন অন্যান্য প্রয়োজনীয় সংস্কারের পরিধি এবং সময়সীমা নির্ধারণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে। একই সাথে, কমিশন ‘জুলাই সনদ’-এর চূড়ান্তকরণের জন্যও নিরলসভাবে কাজ করছে – যা জনগণের আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখবে, যা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে পরিচালিত করবে। এই উদ্যোগগুলি জুলাইয়ের বিদ্রোহের চেতনার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে। তিনি বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে গণতন্ত্র আর কখনোই সংকুচিত হবে না, যেখানে সকল মানুষের অধিকার, স্বাধীনতা ও মর্যাদা সুরক্ষিত থাকবে। উপদেষ্টা প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, কমনওয়েলথ সনদে অন্তর্নিহিত মূল্যবোধ – যেমন গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এবং আইনের শাসন সম্পর্কে জানার মাধ্যমে আমাদের যুবসমাজ চলমান জাতি গঠন প্রক্রিয়ায় অর্থপূর্ণ অবদান রাখতে পারবে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম, কমনওয়েলথ এর অ্যাসিসটেন্ট সেক্রেটারী জেনারেল প্রফেসর লুইস ফ্রানসিস সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।