
আবু সাঈদ, পটুয়াখালী: বাউফলে এইচএসসি পরীক্ষার্থী ফাহিম (১৮) খুনের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা খুনি শাকিল মীরের দাদা কাসেম মীর, বাবা রশিদ মীর, চাচা সানু মীর ও জসিম মীরের ৪টি বসতঘর পুড়িয়ে দিয়েছে।আজ বুধবার (২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেল ৪টার দিকে ৩০-৪০ জন শিক্ষার্থীরসহ শতাধিক স্থানীয় জনতা এক হয়ে ওই সব বসতঘরে আগুন লাগিয়ে দেয়। তবে স্থানীয় কিছু লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়।আগুনে প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উল্লেখ যে, মঙ্গলবার সকালে ধলু ফকির বাজারে কথাকাটাকাটির একপর্যায়ে শাকিল মীর নামের এক বখাটে ফাহিমকে ছুরিকাঘাত করে খুন করে। এ খবর পেয়ে তার বাবা জাকির হোসেন বয়াতি ঘটনাস্থলে এসে ছেলে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত ফাহিম এবছর নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।খবর পেয়ে বাউফল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।