
মো: হামিম রানা, (ঠাকুরগাঁও): গতকাল ০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সহোদর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাজী অফিস সংলগ্ন একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।
এ ঘটনায় দুইটি গরু পুড়ে মারা যায় এবং ঘরের আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড়সহ নানা মূল্যবান মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকা বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ছুটে আসেন স্থানীয় গ্রামবাসী ও রানীশংকৈল ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তাদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে।