
ডেস্ক রিপোর্ট: বিজিবির চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে যশোরে কোটি টাকার স্বর্ণ উদ্ধার ও দুই চোরাকারবারি আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল শনিবার ভোররাতে যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের মুরাদগড় বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ৩.০৯৫ কেজি ওজনের মোট ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা।
অভিযানে বিজিবি দুইজন চোরাকারবারিকেও আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক, স্বর্ণসহ সব ধরনের চোরাচালান রোধে তাদের কঠোর নজরদারি ও অভিযান চলমান থাকবে।