ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুমিল্লা সীমান্তে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি Logo ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচনী কৌশল নিয়ে এনসিপির সভা Logo অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি Logo খিলগাঁওয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার Logo অস্ত্র গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ Logo ইসলামাবাদে ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা, ধর্মীয় ডেলিগেশন প্রেরণে ঐকমত্য Logo মৎস্য খাতে এ দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদাত বার্ষিকী পালন করলো বিজিবি Logo নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo নবাগত পুলিশ সুপার মুসল্লীদের সাথে মতবিনিময় করেন

ইসলামাবাদে ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা, ধর্মীয় ডেলিগেশন প্রেরণে ঐকমত্য

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ইসলামাবাদে ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা দিয়েছে পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়। আজ সকালে ইসলামাবাদে মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ তাঁর কার্যালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে অভ্যর্থনা জানান।পরে তাঁরা বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে দীর্ঘ আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে পাকিস্তানের প্রসিদ্ধ মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভের সুযোগ দেয়ার জন্য পাকিস্তানের ধর্মমন্ত্রীকে অনুরোধ জানান। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে  সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন পাকিস্তানের ধর্মমন্ত্রী। ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন মজবুত করার লক্ষ্যে ধর্মীয় ডেলিগেশন প্রেরণের বিষয়ে দু’জন  ঐকমত্য পোষণ করেন।

বাংলাদেশকে আন্তঃধর্মীয় সম্প্রীতির মডেল হিসেবে অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন,
বর্তমানে বাংলাদেশে ৯১ শতাংশের বেশি মানুষ মুসলমান। এদেশে সনাতন, বৌদ্ধ,  খ্রিষ্টান ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর লোকজনও বসবাস করে। তিনি বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ পুরোপুরি বজায় রয়েছে। সেখানে  যেকোনো নাগরিক স্বচ্ছন্দে ও ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়ে তার ধর্ম পালন ও ধর্মচর্চা করতে পারেন।

হজ ব্যবস্থাপনার বিষয়ে পাকিস্তানের ধর্মমন্ত্রী জানান, সেদেশের ৬৭ শতাংশ মানুষ সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। বাকি ৩৩ শতাংশ  বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করে থাকেন।

এ সময় পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. সৈয়দ আতা উর রেহমান,  উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও বাংলাদেশ হাই কমিশনের প্রেস কাউন্সিলর মুহাম্মদ তৈয়ব আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাকিস্তান সরকারের আমন্ত্রণে সরকারি সফরে বর্তমানে সেদেশের ইসলামাবাদে অবস্থান করছেন ধর্ম উপদেষ্টা। এসফরে উপদেষ্টা পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজনে সিরাতুন্নবী (সা.) সম্মেলনের ৫০তম সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী মিঞা মোহাম্মদ শেহবাজ শরিফ ও প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুহতারাম মরিয়ম নওয়াজের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে ধর্ম উপদেষ্টার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লা সীমান্তে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি

ইসলামাবাদে ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা, ধর্মীয় ডেলিগেশন প্রেরণে ঐকমত্য

আপডেট সময় ০৫:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

আলী আহসান রবি: ইসলামাবাদে ধর্ম উপদেষ্টাকে সংবর্ধনা দিয়েছে পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়। আজ সকালে ইসলামাবাদে মন্ত্রণালয়ের ফেডারেল মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ তাঁর কার্যালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনকে অভ্যর্থনা জানান।পরে তাঁরা বাংলাদেশ ও পাকিস্তানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে দীর্ঘ আলোচনা করেন।

ধর্ম উপদেষ্টা বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে পাকিস্তানের প্রসিদ্ধ মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভের সুযোগ দেয়ার জন্য পাকিস্তানের ধর্মমন্ত্রীকে অনুরোধ জানান। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে  সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন পাকিস্তানের ধর্মমন্ত্রী। ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন মজবুত করার লক্ষ্যে ধর্মীয় ডেলিগেশন প্রেরণের বিষয়ে দু’জন  ঐকমত্য পোষণ করেন।

বাংলাদেশকে আন্তঃধর্মীয় সম্প্রীতির মডেল হিসেবে অভিহিত করে ধর্ম উপদেষ্টা বলেন,
বর্তমানে বাংলাদেশে ৯১ শতাংশের বেশি মানুষ মুসলমান। এদেশে সনাতন, বৌদ্ধ,  খ্রিষ্টান ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর লোকজনও বসবাস করে। তিনি বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ পুরোপুরি বজায় রয়েছে। সেখানে  যেকোনো নাগরিক স্বচ্ছন্দে ও ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়ে তার ধর্ম পালন ও ধর্মচর্চা করতে পারেন।

হজ ব্যবস্থাপনার বিষয়ে পাকিস্তানের ধর্মমন্ত্রী জানান, সেদেশের ৬৭ শতাংশ মানুষ সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। বাকি ৩৩ শতাংশ  বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে হজ পালন করে থাকেন।

এ সময় পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়ের সচিব ড. সৈয়দ আতা উর রেহমান,  উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও বাংলাদেশ হাই কমিশনের প্রেস কাউন্সিলর মুহাম্মদ তৈয়ব আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাকিস্তান সরকারের আমন্ত্রণে সরকারি সফরে বর্তমানে সেদেশের ইসলামাবাদে অবস্থান করছেন ধর্ম উপদেষ্টা। এসফরে উপদেষ্টা পাকিস্তানের ধর্ম বিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রণালয়ের আয়োজনে সিরাতুন্নবী (সা.) সম্মেলনের ৫০তম সূবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী মিঞা মোহাম্মদ শেহবাজ শরিফ ও প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুহতারাম মরিয়ম নওয়াজের সাথে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে ধর্ম উপদেষ্টার।