
ইব্রাহীম, কেরানীগঞ্জ: কেরানীগঞ্জে বৃক্ষরোপনের মাধ্যমে সামাজিক বনায়ন কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক ফলজ ও ভেসজ জাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি,কেরানীগঞ্জ উপজেলা কৃষি অফিসের অতিরক্ত কৃষি কর্মকর্তা লতিভাফা ইয়াসমিন ও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রওশন আরা বেগম।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও ভেসজ জাতীয় গাছের চারা বিতরণ করেন।