
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ পুলিশ জনাব বাহারুল আলম বিপিএম রাজধানীর কাকরাইলস্থ সেন্ট মেরী’স ক্যাথিড্রাল চার্চ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে তিনি চার্চে উপস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আইজিপি চার্চে আগত ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং তাদের উৎসবমুখর পরিবেশ উপভোগ করেন।
পরিদর্শনকালে চার্চের আর্চবিশপসহ বিভিন্ন পর্যায়ের ফাদারগণ উপস্থিত ছিলেন। তারা আইজিপির এ সৌজন্যমূলক সফরকে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব সময় সর্বোচ্চ নিরাপত্তা ও সহযোগিতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় এ সময়।
নিজস্ব সংবাদ : 



















