
নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের সকল ইউনিটে নিরাপত্তা ও শৃঙ্খলা অব্যাহত রাখা,পরিস্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য বর্ধনে বিশেষ নির্দেশনা দিলেন পুলিশ সুপার, মুন্সীগঞ্জ।
আজ শুক্রবার মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স জামে মসজিদে জুম্মার নামাজ শেষে ফোর্সেস মেসসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স মেসে সাধ্যমত মানসম্মত খাবার পরিবেশন, প্রত্যেক ইউনিটে পরিস্কার পরিচ্ছন্নতা অব্যাহত রাখা, গুণগতমানের রেশন সামগ্রী সরবরাহ, সার্বক্ষণিক মেডিকেল সেবা, সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলের বাগান করা ও শারীরিক সুস্থতার নিমিত্তে ক্রীড়া সামগ্রী সরবরাহ ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম, আরআই পুলিশ লাইন্স জনাব মোঃ তোফাজ্জল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 


















