
আলী আহসান রবি: ১৩ জুলাই, ২০২৫, ৮ জুলাই, ২০২৫ইং তারিখে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল পরিদর্শন করেন, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের একটি নির্দেশনা ছিল অত্র হাসপাতালে বৈকালিক সিজারিয়ান সেকশন শুরু করা,
এরই ধারাবাহিকতায় পরিচালক, হাসপাতাল ও ক্লিনিক, স্বাস্থ্য অধিদপ্তর মহোদয়ের নির্দেশনায় ১২.ই জুলাই, ২০২৫ শনিবার বেলা ৩.৩০ মিনিটে অত্র হাসপাতালে বৈকালিক সিজারিয়ান সেকশন কার্যক্রম উদ্বোধন করা হয়।
এই কার্যক্রমের প্রথম রোগী ২৮ বছর বয়সী আরিফা। তিনি ফরিদাবাদের বাসিন্দা, ফরিদা এসেছিলেন 36 weeks pregnancy with premature rupture of membrane with scar tenderness সমস্যা নিয়ে।
তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন এটি তার ২য় সন্তান মা এবং সন্তান দুই জনই সুস্থ আছেন।
এই কার্যক্রমে সার্জন, এনেসথেসিওলজিস্ট, শিশু বিশেষজ্ঞ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের তত্ত্বাবধায়ক, সহকারী পরিচালক, বিভাগীয় প্রধান গাইনি ও প্রসূতি, আবাসিক মেডিকেল অফিসার, গাইনি বিভাগে কর্মরত কনসালটেন্ট এবং মেডিকেল অফিসারবৃন্দ।