
মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী ) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে আসামিদের গ্রেপ্তার ও ফের মারার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগি পরিবারের সদস্যরা । গত রবিবার বেলা ১১ টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বগা ইউনিয়নের বামনিকাঠী সন্নাসীকান্দা গ্রামে একটি পরিবারের চার ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ৪ জুলাই মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং ফের মারার হুমকি দেয়ায় এলাকায় যেতে পারছেন না ভুক্তভোগি পরিবারের সদস্যরা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠী সন্নাসীকান্দা গ্রামের মো. ফারুক হাওলাদারের সঙ্গে ২৮ শতাংশ জমি নিয়ে একই গ্রামের মো. হুমায়ন কবিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে ৪ জুলাই (শনিবার) হুমায়ন কবির লোকজন নিয়ে ফারুক হাওলাদারের মেজ ছেলে মো. আমিনুল ইসলামকে (২৫) মারধর করে। তাঁকে রক্ষা করতে ফারুক হাওলাদার ও তাঁর বড় ছেলে আল আমিন (৩০) ও ভাতিজা মো. সিয়াম এগিয়ে যান। তখন তাঁদেরকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করে হুমায়ন কবির ও তাঁর লোকজন। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ওইদিন রাতে ফারুক হাওলাদার বাদী হয়ে হুমায়ন কবিরকে প্রধান আসামি করে চারজনের নামে বাউফল থানায় মামলা করেন।
ফারুক হাওলাদার অভিযোগ করেছেন,আসামিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, ফের মারার হুমকি দিচ্ছে। এ কারণে তাঁরা ভয়ে এলাকায় যেতে পারছেন না। তিনি আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রশাসনের কাছে তাঁদের জীবনের নিরাপত্তা চান।
অভিযোগ অস্বীকার করে হুমায়ন কবির বলেন,তাঁরা (ফারুক) নিজেরা মারামারি করে আহত হয়েছেন। তিনি (হুমায়ন কবির) ও তাঁর লোকজন মারধরের ঘটনার সঙ্গে জড়িত না। তিনি কাউকে মারার হুমকিও দেননি বলে দাবি করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। ফের হামলা করার কোনো সুযোগ নাই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’