
মোঃ আশরাফুল ইসলাম : কালীগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারক দেবনাথ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার শেখ হেমায়েত হোসেন, সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম, মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম সুবর্ণ এবং নাগরিক উন্নয়ন সংস্থার পরিচালক ফরাদ রেজা।
বক্তারা সমাজসেবার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার এবং মানবিক সমাজ গঠনে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী হুমায়ুন কবির, আব্দুস সালাম, সুমন কুমার ঘোষ, নয়ন কুমার মণ্ডল ও নিয়াজ মাখদুমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নিজস্ব সংবাদ : 



















