
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাসেল মিয়া এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)মোঃ রাশেদুজ্জামান সহ সংগীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বেনপোর্ট পোর্ট থানার মামলা নং-৬, ধারা 385/386/387/506(2) The Penal Code, 1860 এর এজাহারনামীয় আসামী মোঃ আরিফ হোসেন (২৬), পিতাঃ- মোঃ মশিয়ার রহমান কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামীর নাম ও ঠিকানাঃ
মোঃ আরিফ হোসেন (২৬), পিতাঃ- মোঃ মশিয়ার রহমান
গ্রাম- নারায়নপুর দক্ষিণ পাড়া
পোস্ট-বেনাপোল
থানা- বেনাপোল পোর্ট
জেলা -যশোর।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় মধ্যেমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।