
মোঃ ফেরদাউস ওয়াহিদ রাসেল, পিরোজপুর : পিরোজপুর কদমতলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি)বাদ আছর কদমতলা জর্জ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে,উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন,জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম ,জেলা বিএনপির সিঃযুগ্ম-আহবায়ক এলিজা জামান,কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন শেখ, সহ-সভাপতি আব্দুর রহিম,সাংগঠনিক সম্পাদক মো: জালাল সেখ প্রমুখ।
বেগম খালেদা জিয়াকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আবেগাপ্লুত হয়ে পরেন।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো, দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একইসাথে তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবার এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।
ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
নিজস্ব সংবাদ : 















