
নিজস্ব প্রতিবেদক: নাটোর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১৯ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ নাটোর জেলা পুলিশ লাইন্স মাঠে ১ম ও ২য় দিনে শারিরীক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই, দৌড়-২০০ মিটার, লং জাম্প ও হাই জাম্প যোগ্য প্রার্থীদের ৩য় দিনের ইভেন্ট দৌড়-১৬০০ মিটার, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম পুলিশ সুপার, নাটোরের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে জনাব আলী হায়দার চৌধুরী, বিপিএম এআইজি (এনসিবি), পুলিশ হেডকোয়ার্টার্স, জনাব শামসুন্নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (ইউএন অপারেশন্স) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (পুটিয়া সার্কেল) রাজশাহী কুদরত ই-খুদা শুভ, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) পাবনা জনাব প্রনব কুমার সরকার ইভেন্ট কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) জনাব শোভন চন্দ্র হোড়, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জনাব সনজয় কুমার সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমিন লাবু, ডাক্তার আসিফ আরেফিন অক্সিন, মেডিকেল অফিসার৷ সিভিল সার্জন অফিস, নাটোর, ডাক্তার সুকন্যা সরকার, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল নাটোরসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
৩য় দিনের বাছাই কার্যক্রম শেষে নিয়োগ বোর্ডের সভাপতি ও নাটোর জেলার পুলিশ সুপার পরীক্ষার্থীদের নিজ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে আগামী ০৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনার আলোকে টেলিটক নম্বর হতে নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফি জমা দেওয়ারও আহ্বান জানান।
পরবর্তী পিইটি পরিক্ষার কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় পুলিশ সুপার, নাটোর এএসআই সশস্ত্র/ জনাব আবু সাইদ, পুলিশ লাইন্স নাটোর এবং নারী কনস্টেবল/ জনাব মোছাঃ সোমা খাতুন, রিজার্ভ অফিস নাটোরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।