
নিজস্ব প্রতিবেদক: ‘‘সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন- ২০২৫ তৃতীয় দিন সম্পন্ন।
আজ মঙ্গলবার গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন- ২০২৫ এ ২য় দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের ৩য় দিনের পরীক্ষা (১৬০০ মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং) অনুষ্ঠিত হয়।
উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃমিজানুর রহমান মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ০৩ দিনের মাঠের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
উক্ত কার্যক্রম আজ ৩ টি ইভেন্ট যথাক্রমে ১৬০০ মিটার দৌড়(পুরুষ)/১০০০ মিটার দৌড় নারী, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং শেষে যোগ্য প্রার্থীদের ব্রীফিং প্রদান করেন জেলার পুলিশ সুপার মহোদয়। তিনি প্রার্থীদের কোনরকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করাসহ কোন প্রকার প্রতারণার শিকার যাতে না হন তদসম্পর্কিত নির্দেশনা প্রদান করেন এবং সকলকে তিন দিনের কার্যক্রমে সফলতার সাথে উত্তীর্ণ হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং প্রস্তুতি গ্রহণ করতে বলেন।