
নিউজ ডেক্স : “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ১৯ আগষ্ট ২০২৫ খ্রি. ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET)-এর ৩য় দিনের ইভেন্ট (১৬০০ মিটার দৌড়, টায়ার ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং) সুষ্ঠ, সুশৃঙ্খল ও নিরপেক্ষ ভাবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় নিয়োগ বোর্ডের সভাপতি ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ৩য় দিনের নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
পরবর্তীতে লিখিত পরীক্ষায় ফেস ডিটেকশনের মাধ্যমে প্রার্থীকে যাচাই করার লক্ষ্যে তৃতীয় দিন সকল ইভেন্টে উত্তীর্ণ প্রর্থীদের রিয়েল টাইম ছবি ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে সংগ্রহ করে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক সরবরাহকৃত সফটওয়্যার এ আপলোড ও তথ্য আলাদাভাবে সংরক্ষণ করা হয়।
নিয়োগ কার্যক্রম শেষে নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার আহবান জানান। এছাড়াও উত্তীর্ণ প্রার্থীদের কোনরকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন।
উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল আউয়াল,
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পিরোজপুর, মোঃ শাহিদুর রহমান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), বরিশাল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জনাব অরিত সরকার, সহকারী পুলিশ সুপার, তজুমদ্দিন সার্কেল, জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-সহ নিয়োগ কাজে নিয়োজিত ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।