
মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর,সুনামগঞ্জ,প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তে মাটিয়ারবন্দ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে জব্দ করা ফোনের সংখ্যা নিয়ে প্রথমে প্রকাশিত তথ্যের সঙ্গে পরবর্তীতে বিজিবির দেওয়া তথ্যে অমিল ধরা পড়ায় এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সীমান্তবর্তী বংশীকুন্ডা ইউনিয়নের মাটিয়ারবন্দ বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১১৮৯/১০-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে কড়ইবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।
প্রথমে বিজিবি জানায়, অভিযান থেকে ৭০টি ভারতীয় এন্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।
তবে শনিবার (১৬ আগস্ট) বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর মাটিয়ারবন্দ বিওপি’র দায়িত্বপ্রাপ্ত হাবিলদার আব্দুর রব দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধিকে ফোনে জানান, আমরা মোট ৮২ পিস মোবাইল ফোন জব্দ করেছি এবং সবগুলো সিও স্যারকে বুঝিয়ে দিয়েছি।
পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জব্দ তালিকা প্রকাশ করেন। এতে দেখা যায়, ৮২টি ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।
এদিকে প্রথমে ৭০ পিস এবং পরে ৮২ পিস মোবাইল জব্দের তথ্য প্রকাশ হওয়ায় স্থানীয়ভাবে এ নিয়ে গরমিল ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।