ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মধ্যনগরে মাটিয়ারবন্দ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ, সংখ্যায় গরমিল Logo অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মোবাইল কোর্ট অভিযান Logo পিরোজপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo পুলিশ কনস্টেবল পদে নিয়োগ, জুন-২০২৫ এর ৩য় দিন সম্পন্ন ভোলা জেলা পুলিশের Logo মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করেন পুলিশ সুপার, টাঙ্গাইল Logo কুড়িগ্রামের ৪ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা জব্দসহ মাদক কারবারি গ্রেফতার Logo গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে পুলিশের ট্রেইনি কনস্টেবল পদে নিয়োগ,জুন – ২০২৫ তৃতীয় দিন সম্পন্ন Logo মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠানের লক্ষ্যে বিশেষ ব্রিফিং Logo মানবতা ও সাহসিকতার জন্য মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন: প্রধান উপদেষ্টা Logo বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

মধ্যনগরে মাটিয়ারবন্দ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ, সংখ্যায় গরমিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর,সুনামগঞ্জ,প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তে মাটিয়ারবন্দ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে জব্দ করা ফোনের সংখ্যা নিয়ে প্রথমে প্রকাশিত তথ্যের সঙ্গে পরবর্তীতে বিজিবির দেওয়া তথ্যে অমিল ধরা পড়ায় এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সীমান্তবর্তী বংশীকুন্ডা ইউনিয়নের মাটিয়ারবন্দ বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১১৮৯/১০-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে কড়ইবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।

প্রথমে বিজিবি জানায়, অভিযান থেকে ৭০টি ভারতীয় এন্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।

তবে শনিবার (১৬ আগস্ট) বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর মাটিয়ারবন্দ বিওপি’র দায়িত্বপ্রাপ্ত হাবিলদার আব্দুর রব দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধিকে ফোনে জানান, আমরা মোট ৮২ পিস মোবাইল ফোন জব্দ করেছি এবং সবগুলো সিও স্যারকে বুঝিয়ে দিয়েছি।

পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জব্দ তালিকা প্রকাশ করেন। এতে দেখা যায়, ৮২টি ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে প্রথমে ৭০ পিস এবং পরে ৮২ পিস মোবাইল জব্দের তথ্য প্রকাশ হওয়ায় স্থানীয়ভাবে এ নিয়ে গরমিল ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মধ্যনগরে মাটিয়ারবন্দ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ, সংখ্যায় গরমিল

মধ্যনগরে মাটিয়ারবন্দ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ, সংখ্যায় গরমিল

আপডেট সময় ০৪:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর,সুনামগঞ্জ,প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তে মাটিয়ারবন্দ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে জব্দ করা ফোনের সংখ্যা নিয়ে প্রথমে প্রকাশিত তথ্যের সঙ্গে পরবর্তীতে বিজিবির দেওয়া তথ্যে অমিল ধরা পড়ায় এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে সীমান্তবর্তী বংশীকুন্ডা ইউনিয়নের মাটিয়ারবন্দ বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১১৮৯/১০-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে কড়ইবাড়ি এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।

প্রথমে বিজিবি জানায়, অভিযান থেকে ৭০টি ভারতীয় এন্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।

তবে শনিবার (১৬ আগস্ট) বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশের পর মাটিয়ারবন্দ বিওপি’র দায়িত্বপ্রাপ্ত হাবিলদার আব্দুর রব দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধিকে ফোনে জানান, আমরা মোট ৮২ পিস মোবাইল ফোন জব্দ করেছি এবং সবগুলো সিও স্যারকে বুঝিয়ে দিয়েছি।

পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জব্দ তালিকা প্রকাশ করেন। এতে দেখা যায়, ৮২টি ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে প্রথমে ৭০ পিস এবং পরে ৮২ পিস মোবাইল জব্দের তথ্য প্রকাশ হওয়ায় স্থানীয়ভাবে এ নিয়ে গরমিল ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।