
নিউজ ডেক্স: জেলা পুলিশ টাঙ্গাইল এর আয়োজনে রিজার্ভ অফিস, পুলিশ সুপারের অফিস কক্ষে জেলায় কর্মরত সকল (নন-পুলিশসহ) কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তান, যারা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন করেছে তাদের অনুকূলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয় কর্তৃক প্রদত্ত “বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি ২০২৩” এর মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের শিক্ষা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।”
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।