
আলী আহসান রবি: ঢাকা, ২০ আগস্ট (২০২৫), অক্সফাম ইন বাংলাদেশ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (ক্যাম্পে)-এর যৌথ উদ্যোগে ‘গৃহকর্মীদের অধিকার, স্বীকৃতি ও সুরক্ষা’ শীর্ষক এক জাতীয় পরামর্শ সভায় বাংলাদেশের প্রায় ৪০ লাখ গৃহকর্মীর সামাজিক মর্যাদা, ন্যায়বিচার ও শোভন কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
আজ বুধবার ঢাকার এক হোটেলে আয়োজিত সভায় সমন্বিত পদক্ষেপের মাধ্যমে গৃহকর্মীদের স্বীকৃতি ও সুরক্ষা জোরদারের আহ্বান জানানো হয়। আলোচনায় গৃহকর্মীদের অধিকার সংক্রান্ত প্রয়োজনীয় আইনি ও নীতি সংস্কার, সামাজিক সুরক্ষা এবং নির্যাতন ও শোষণ রোধে জোরালো তদারকি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ.এইচ.এম. সফিকুজ্জামান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, “গৃহকর্মের মূল্য ও শ্রম আর অদৃশ্য বা অবহেলিত থাকতে দেওয়া যাবে না। এই খাতকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান, যথাযথ তদারকি এবং নির্যাতন ও শোষণ রোধে কার্যকর ও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা সময়ের অত্যাবশ্যক দাবি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সকল অংশীদারদের সাথে নিবিড়ভাবে কাজ করে গৃহকর্মীদেরকে দেশের বিদ্যমান শ্রম আইন ২০০৬ ও সামাজিক সুরক্ষা কাঠামোর আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে।
সভায় বক্তারা দেশের গৃহকর্মীদের একটি বড় অংশই নারী ও কিশোরী হওয়ায় তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, আইনি সচেতনতা বৃদ্ধি এবং ন্যায্য মজুরি প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন। এসময় গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ যুগপযোগীকরণ এবং বিদ্যমান শ্রম আইনে তাদের স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
সভায় বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ , সুশীল সমাজ, ট্রেড ইউনিয়ন, উন্নয়ন সহযোগী সংস্থা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।