
“৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ খ্রিঃ এর জেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয়ের অংশগ্রহণ”
১৪.০১.২০২৬ খ্রি: রোজ বুধবার শহীদ মিরাজ তপন ষ্টেডিয়াম, মানিকগঞ্জে ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ খ্রিঃ এর জেলা পর্যায়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জনাব নাজমুন আরা সুলতানা, সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট, মানিকগঞ্জ এবং বিশেষ অতিথি হিসাবে জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, সম্মানিত পুলিশ সুপার, মানিকগঞ্জ মহোদয় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আমীর হোসেন, জেলা শিক্ষা অফিসার, মানিকগঞ্জ। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, খেলাধূলা শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার এবং পড়াশোনার বাইরে অন্যান্য সৃষ্টিশীল কার্যক্রমের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। উক্ত অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, মহোদয় পুরস্কার বিতরন করেন।
এই সময় জেলার বিভিন্ন কার্যালয়ের অফিসারবৃন্দ সহ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদ : 


















