
নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ সুপার, মুন্সীগঞ্জ এর কঠোর নির্দেশনায় বিকাল আনুমানিক ১৭.৪৫ ঘটিকায় এসআই (নিরস্ত্র)/মোঃ কামরুল হাসান, পিপিএম, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা সাকিনস্থ সাকিব @ সাওন এর বাড়ির সামনের উঠানে অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত মোঃ সাকিব @ সাওন (২২), পিতা-মোয়াজ্জেম চৌধুরী, মাতা-মোসাঃ রিনা, সাং- গোয়ালীমান্দ্রা, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জকে গ্রেফতারপূর্বক তল্লাশিকালে তার নিজ উপস্থাপন মতে ১১০ (একশত দশ) পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
“অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
জেলা পুলিশের সেবা নিন।”
নিজস্ব সংবাদ : 




















