মো: খলিলুর রহমান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মেহেন্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি সুজনসহ স্থানীয়রা ।
স্থানীয়দের অভিযোগ,ওই বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল ও প্রধান গেইট করার জন্য ২০২১-২০২২ ইং অর্থ বছরের এলজিইডি ৫ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়। ঠিকাদারের সহকারী মোঃ সবুজ প্রধান শিক্ষকের সহযোগীতায় বাউন্ডারী ওয়ালের ও গেইটের প্রকৃত ডিজাইন অনুসারে কাজ না করে তাদের ইচ্ছে মত একটি ডিজাইন করে সেই অনুযায়ী কাজ করেছেন। দেয়াল নির্মানে যে পরিমানে রডসহ বিভিন্ন উপকরন দেয়ার কথা তা না দিয়ে রডের পরিবর্তে বাঁশ ও অন্যান্য উপকরন পরিমানে কম দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করেছেন। এ ছাড়া ওয়াশ ব্লকারের বরাদ্ধ, স্লিপের বরাদ্ধ ও ক্ষুদ্র মেরামতের বরাদ্ধের অর্থ ব্যয়ে প্রধান শিক্ষক স্কুল পরিচালনা কমিটির কোন তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মত সরকারি বরাদ্ধের টাকা খরচ করতেন।
তবে এ সব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন, স্কুলের বাউন্ডারি দেয়াল ও গেইটের নির্মান কাজ ঠিকাদার করেছেন। ওই কাজের সাথে আমি জড়িত ছিলাম না। অন্যান্য বরাদ্ধের অর্থ ব্যায়ে স্কুল পরিচালনা কমিটির রেজুলেশন রয়েছে।
সংবাদ শিরোনাম ::
বাউফলে স্কুল শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:১৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- ২৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ