কেরানীগঞ্জ প্রতিনিধি: মো: ইব্রাহিম।।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রধান শিক্ষক, মেয়ে, মেয়ের জামাই ও ভাগিনার পদত্যাগসহ নানা অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে বাঘৈর হাইস্কুলের শিক্ষার্থীরা।
আন্দোলনেরর অংশ হিসেবে শিক্ষার্থীরা রবিবার বেলা ১২ টা থেকে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবী, দীর্ঘদিন ধরে পরিবারতন্ত্রের কাছে জিম্মি হয়ে আছে বাঘৈর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী অবিভাবকরা। তারা বলছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুনসুর আহমেদ ও তার মেয়ে তাসলিমা আক্তারের নেতৃত্ব চলছে বিদ্যালয়টি। তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বোন জামাই হওয়ার এলাকার লোকজন বিদ্যালয়ে গিয়ে কোন কথা বলতে পারে না। ইউপি চেয়ারম্যান প্রভাবখাটি প্রধান শিক্ষক বাঘৈর উচ্চবিদ্যালয়কে পরিবারতন্ত্র করে রেখেছে। কোন অন্যায় অত্যাচার হলেও প্রতিবাদ করার সাহস পায়না শিক্ষার্থী অবিভাবকরা।
আন্দোলনে নামায় তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়ার অভিযোগ করছে শিক্ষার্থীরা।
বিকাল ৪ টায় প্রশাসনের হস্তক্ষেপে যানজট কিছুটা শিথিল হলেও আবারো রাস্তা বন্ধ করে আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা।