ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জনগণের নিকট দায়বদ্ধতা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা অর্থহীন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা Logo ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে- মোঃ এহছানুল হক Logo বিশেষ অভিযানে ছিনতাইকারী, মাদক কারবারিসহ ৭১ জনকে গ্রেফতার Logo তিন পেশাদার ছিনতাইকারী ও মাদক কারবারিকে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার Logo নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার Logo সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি Logo এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা Logo প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর Logo ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নওগাঁয় শিক্ষার্থীদের বিক্ষোভ Logo গণহত্যার বছর না ঘুরতেই আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ

ক্লাসের পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষাও দিতে হবে: ডিএমপি কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৫৫০ বার পড়া হয়েছে

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি বলেছেন, ক্লাসের পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষাও দিতে হবে। সততা, নম্রতা, গুরুজনে শ্রদ্ধা ও অন্যায় বা দূর্নীতি না করার শিক্ষা দিতে পিতা-মাতার পাশাপাশি শিক্ষকদেরও অগ্রনী ভূমিকা রাখতে হবে। দেশকে গড়ে তুলতে হলে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ এ প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন ডিএমপি কমিশনার ও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মো. সাজ্জাত আলী এনডিসি

অভিভাবকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা বাচ্চাদের ছোট ছোট ভুল ত্রুটি ধরিয়ে দিবেন অন্যথায় বাচ্চারা ছোট ছোট ভুল করতে করতে বড় ভুল করে ফেলতে পারে। তাছাড়া বাচ্চারা কাদের সাথে চলাফেরা করছে সেদিকেও দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, শিক্ষার গুণগত মানের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে পাশের হার মাত্র ১০ শতাংশ। অথচ এই শিক্ষার্থীরাই ক্লাস পরীক্ষায় ৯৫ বা ১০০ নম্বর পাচ্ছে। আমাদের সন্তানদের লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হতে হবে। সেই সাথে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, মাতৃভাষার পাশাপাশি সবাইকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে। বিদেশি ভাষা বলে ইংরেজিকে অবহেলা করা যাবে না। বিশ্বায়নের এই যুগে মাতৃভাষা ভালোভাবে রপ্ত করার পাশাপাশি ভালো করে ইংরেজি শেখার বিকল্প নেই।

তিনি বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনে অনেক ছাত্র-ছাত্রী হতাহত হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি আন্দোলনে শহিদদের মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শহিদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। দেশকে গঠন করতে পড়াশোনা করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নাই।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর গত জুলাই-আগস্ট এর অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের সম্মানার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর প্রধান অতিথি ডিএমপি কমিশনার বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনারের সহধর্মিনী মিসেস রাহেনা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ সেহেলী নাজনীন।

এরপর চকলেট দৌড়, বল নিক্ষেপ, ব্যাঙ দৌড়, যেমন খুশি তেমন সাজো, ৫০০ মিটার দৌড়, মোরগ লড়াই, ২০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ৪০০ মিটার দৌড় ইত্যাদি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীরা বিশেষ অতিথি মিসেস রাহেনা সুলতানার নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার বিতরণ শেষে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। ডিএমপি কমিশনার সস্ত্রীক সে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনগণের নিকট দায়বদ্ধতা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা অর্থহীন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

ক্লাসের পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষাও দিতে হবে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৮:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি বলেছেন, ক্লাসের পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষাও দিতে হবে। সততা, নম্রতা, গুরুজনে শ্রদ্ধা ও অন্যায় বা দূর্নীতি না করার শিক্ষা দিতে পিতা-মাতার পাশাপাশি শিক্ষকদেরও অগ্রনী ভূমিকা রাখতে হবে। দেশকে গড়ে তুলতে হলে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই।

শনিবার (২৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ এ প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন ডিএমপি কমিশনার ও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মো. সাজ্জাত আলী এনডিসি

অভিভাবকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, আপনারা বাচ্চাদের ছোট ছোট ভুল ত্রুটি ধরিয়ে দিবেন অন্যথায় বাচ্চারা ছোট ছোট ভুল করতে করতে বড় ভুল করে ফেলতে পারে। তাছাড়া বাচ্চারা কাদের সাথে চলাফেরা করছে সেদিকেও দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, শিক্ষার গুণগত মানের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে পাশের হার মাত্র ১০ শতাংশ। অথচ এই শিক্ষার্থীরাই ক্লাস পরীক্ষায় ৯৫ বা ১০০ নম্বর পাচ্ছে। আমাদের সন্তানদের লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হতে হবে। সেই সাথে পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক উৎকর্ষতার জন্য খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে।

তিনি আরও বলেন, মাতৃভাষার পাশাপাশি সবাইকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে। বিদেশি ভাষা বলে ইংরেজিকে অবহেলা করা যাবে না। বিশ্বায়নের এই যুগে মাতৃভাষা ভালোভাবে রপ্ত করার পাশাপাশি ভালো করে ইংরেজি শেখার বিকল্প নেই।

তিনি বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনে অনেক ছাত্র-ছাত্রী হতাহত হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি আন্দোলনে শহিদদের মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শহিদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। দেশকে গঠন করতে পড়াশোনা করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোন বিকল্প নাই।

পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর গত জুলাই-আগস্ট এর অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের সম্মানার্থে এক মিনিট নীরবতা পালন করা হয়। অতঃপর প্রধান অতিথি ডিএমপি কমিশনার বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনারের সহধর্মিনী মিসেস রাহেনা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমেদ সেহেলী নাজনীন।

এরপর চকলেট দৌড়, বল নিক্ষেপ, ব্যাঙ দৌড়, যেমন খুশি তেমন সাজো, ৫০০ মিটার দৌড়, মোরগ লড়াই, ২০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, ৪০০ মিটার দৌড় ইত্যাদি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীরা বিশেষ অতিথি মিসেস রাহেনা সুলতানার নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার বিতরণ শেষে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। ডিএমপি কমিশনার সস্ত্রীক সে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ, রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।