ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপে বাংলাদেশ-ব্রাজিল ঘনিষ্ঠভাবে কাজ করবে – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান Logo উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ Logo নির্বাচনের সময় সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে – তথ্য ও সম্প্রচার উপদেষ্টা Logo আসন্ন শারদীয় দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত Logo ঢাকা মহানগর উত্তর ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমানকে গ্রেফতার করেছে সিটিটিসি Logo অবহেলিত সাতক্ষীরা জেলার উন্নয়নের জন্য বিশেষ সরকারি বরাদ্দের জোর দাবি এলাকাবাসীর Logo পুলিশকে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা Logo লেখক-গবেষক,রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর এর মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক Logo মধ্যনগরে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে ইউনিয়ন কাউন্সিল বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল Logo শেরপুর সদর থানা বার্ষিক পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার

পিরোজপুর সদর হাসপাতালে পৌনে দুই কোটি টাকার ওষুধ সরবরাহ গড়মিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে পিরোজপুর ১০০ শয্যা জেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দিনভর এ অভিযানে প্রায় এক কোটি ৭৫ লাখ টাকার ওষুধের হিসাবে গড়মিল পাওয়া গেছে। এছাড়া সুযোগ–সুবিধা থাকা স্বত্ত্বেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য পাঠাতে দালালদের দৌরাত্ব, অনেক বেশি।হাসপাতালের রান্নাঘরে অনিয়ম, রোগীদের খাবারে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করে। এসময় রোগী ভাগিয়ে নেওয়া তথা পাওয়া যায়।দালালির দায়ে দুজনকে আটক করা হয়। আটককৃতরা   তারা দুজনেই স্থানীয় শেফা ডায়গনস্টিক ক্লিনিকের কর্মী।
অভিযান শেষে দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, অভিযানকালে দেখা যায় শিশু বিভাগের রেজিস্টারে ওষুধ সরবরাহের কথা থাকলেও বাস্তবে সেখানে কোনো ওষুধ সরবরাহ করা হয়নি। তেমনি স্টোররুমে (গুদাম) অভিযান চালানোর সময় কাগজে–কলমে ঠিকাদার কর্তৃক সকল ওষুধ সরবরাহের কথা থাকলেও প্রায় ১ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার টাকার ওষুধের হদিস পাওয়া যায়নি। এ সময় স্টোরকিপার আল আমিন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশান ঠিকমত ওষুধ সরবরাহ করতে ব্যর্থ হয়ে সমপরিমাণ অর্থের তিনটি তারিখবিহীন চেক সিভিল সার্জন বরাবরে জমা দিয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন আরও জানান, ওষুধ, খাবারের মান ও টেন্ডারের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের শুরুতেই দুদক টিম হাসপাতালে প্রবেশকালে ভেতর থেকে দুই দালালকে আটক করে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের  মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহামুদ জানান, আটক দুজনের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়ায় ১৮৬০/১৮৮ ধারায় প্রত্যেককে ১৫ দিনের জেল ও ১০০ টাকা করে জরিমানা করে জেল হাতে পাঠান তিনি।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপে বাংলাদেশ-ব্রাজিল ঘনিষ্ঠভাবে কাজ করবে – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

পিরোজপুর সদর হাসপাতালে পৌনে দুই কোটি টাকার ওষুধ সরবরাহ গড়মিল

আপডেট সময় ০৫:০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে পিরোজপুর ১০০ শয্যা জেলা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দিনভর এ অভিযানে প্রায় এক কোটি ৭৫ লাখ টাকার ওষুধের হিসাবে গড়মিল পাওয়া গেছে। এছাড়া সুযোগ–সুবিধা থাকা স্বত্ত্বেও রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য পাঠাতে দালালদের দৌরাত্ব, অনেক বেশি।হাসপাতালের রান্নাঘরে অনিয়ম, রোগীদের খাবারে কম দেওয়াসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নিজাম উদ্দিনকে সঙ্গে নিয়ে দুদক কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করে। এসময় রোগী ভাগিয়ে নেওয়া তথা পাওয়া যায়।দালালির দায়ে দুজনকে আটক করা হয়। আটককৃতরা   তারা দুজনেই স্থানীয় শেফা ডায়গনস্টিক ক্লিনিকের কর্মী।
অভিযান শেষে দুদকের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, অভিযানকালে দেখা যায় শিশু বিভাগের রেজিস্টারে ওষুধ সরবরাহের কথা থাকলেও বাস্তবে সেখানে কোনো ওষুধ সরবরাহ করা হয়নি। তেমনি স্টোররুমে (গুদাম) অভিযান চালানোর সময় কাগজে–কলমে ঠিকাদার কর্তৃক সকল ওষুধ সরবরাহের কথা থাকলেও প্রায় ১ কোটি ৭৬ লাখ ৫৭ হাজার টাকার ওষুধের হদিস পাওয়া যায়নি। এ সময় স্টোরকিপার আল আমিন জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান সাউথ বাংলা কর্পোরেশান ঠিকমত ওষুধ সরবরাহ করতে ব্যর্থ হয়ে সমপরিমাণ অর্থের তিনটি তারিখবিহীন চেক সিভিল সার্জন বরাবরে জমা দিয়েছে।
দুদকের সহকারী পরিচালক মো. জাকির হোসেন আরও জানান, ওষুধ, খাবারের মান ও টেন্ডারের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন আকারে কমিশনে পাঠানো হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের শুরুতেই দুদক টিম হাসপাতালে প্রবেশকালে ভেতর থেকে দুই দালালকে আটক করে। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের  মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহামুদ জানান, আটক দুজনের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়ায় ১৮৬০/১৮৮ ধারায় প্রত্যেককে ১৫ দিনের জেল ও ১০০ টাকা করে জরিমানা করে জেল হাতে পাঠান তিনি।