
টাঙ্গাইলের কালিহাতীতে বাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুল ইসলাম জানায়, সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এসময় ৪ নম্বর ব্রীজের সামনে পৌছালে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এসময ভ্যানের চালক ও এক যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও চালক ও সহকারি পলাতক পালিয়েছে।