
নিউজ ডেস্ক: বাংলদেশ পুলিশ আইজি কাপ ও বার্ষিক শুটিং প্রতিযোগিতায়-২০২৪ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শ্যূটিংয়ে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২৪৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি এবং ২২১ পয়েন্ট নিয়ে রানার্স হয়েছে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)।
বুধবার (৭ মে ২০২৫ খ্রি.) গুলশান-১ এ বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল অতিরিক্ত আইজিপি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের শ্যুটাররা এতে অংশ নিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দেন। ডিএমপির পক্ষে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেদ আহমেদ, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ সালাহউদ্দিন এবং মহাখালী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার দেলোয়ার হোসেনের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে দলকে বিজয়ের শিখরে নিয়ে যান।
এছাড়া ব্যক্তিগত ক্যাটাগরি- .১৭৭ এয়ার পিস্তল (ম্যাচ) (পুরুষ) ইভেন্টে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ সালাহ্উদ্দিন প্রথম স্থান এবং
.২২ বোর পিস্তল/রিভলভার ২৫ মিটার (পুরুষ) ইভেন্টে ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার শাহেদ আহমেদ তৃতীয় স্থান অর্জন করেন।
প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী শ্যুটারগণ উপস্থিত ছিলেন।
বিজয়ী ডিএমপি দল তাদের পুরস্কার ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি’র হাতে তুলে দেন, যা টিমের ঐক্য ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়।