
মো: হামিম রানা, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁ এলাকার ধুপপুকুরে আজ সোমবার (৩০ জুন) সকাল ৭টার দিকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধুপপুকুর পাড়ে কয়েকজন গ্রামবাসী হাঁটতে গিয়ে লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও থানা পুলিশকে জানায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লাশটি পুরুষ ব্যক্তির বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। মৃত ব্যক্তির গায়ে ছিল একটি লুঙ্গি। প্রাথমিকভাবে লাশে মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।”