
সেলিম মাহবুব,ছাতকঃপরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব তিথি (জন্মাষ্টমী) মহোৎসব ও শ্রীমতি রাধারাণীর আর্বিভাব তিথি উপলক্ষে ১ দিনব্যাপী অনুষ্ঠান শুরু হবে। শনিবার সকাল ৮ টায় আর্ন্তজাতিক কৃষ্ণ অনুরাগী সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে ছাতক পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া মন্দিরে ১ দিনব্যাপী অনুষ্ঠান ও শনিবার সকাল ৮ টায়: মঙ্গল শোভাযাত্রা র্যালির উদ্বোধন করবেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম। সকাল ৮ টায়: যেমন খুশি তেমন সাজ (ধর্মীয় চরিত্র) সর্বজনীন। সকাল ১০ টায়: সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা (শিশু শ্রেণি-২য় শ্রেণি)। চিত্রাঙ্কন প্রতিযোগিতা ক বিভাগ (৩য়-৫ম) শ্রেণি। খ বিভাগ (৬ষ্ঠ-১০ম)শ্রেণি। চিত্রাঙ্কনের বিষয় ভগবানের শ্রীকৃষ্ণের প্রতিকৃতি। সকাল ১১ ঘটিকায়: ভগবান শ্রীকৃষ্ণের পূজার্চনা ও সমবেত প্রার্থনা। দুপুর ১২ ঘটিকায়: গীতা পাঠ প্রতিযোগিতা(শিশু শ্রেণি-২য় শ্রেণি)। সন্ধ্যা ৭-৩০ মিনিটে: ভগবান শ্রীকৃষ্ণের আরতি ও কীর্তন। পরিবেশনায়: আরতি সংঘ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া। রাত ৮ ঘটিকায়: সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিচালনায়: অজয় কৃষ্ণ পাল। রাত ১০-৩০ মিনিটে: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। রাত ১১ ঘটিকায়: হরিনাম সংকীর্তন। রাত ১২ ঘটিকায়: ভগবান শ্রীকৃষ্ণের শুভ অভিষেক ও অনুকল্প প্রসাদ আস্বাধন। সার্বিক তত্ত্বাবধানে: হিমাদ্রী গোস্বামী মহর, অধ্যক্ষ, শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া। ছাতক সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী বলেন, আগামীকাল অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিত থেকে জন্মাষ্টমী অনুষ্ঠান কে সফল করে আহবান জানান। তিনি আরও বলেন সনাতন ধর্ম হচ্ছে প্রাচীনতম ধর্ম। এই ধর্মের কেহ কোন অধর্মের কাজ ব্যাভিচার করতে পারবে না। সনাতন ধর্ম হচ্ছে পরমসহিষ্যু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মান করা। তারা মনে করেন দেশের সকল ধর্মের মানুষের মাঝে পারস্পারিক সহনশীলতা, সহমর্মিতা এবং স্ব স্ব ধর্মের অনুসারীরা স্ব স্ব অবস্থানে থেকে নিরাপদে ধর্মকর্ম পালন করে একটি আত্ম মর্যাদাশীল স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ে তোলার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা। ##