ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কৃষি উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জন্য বেপজার সাথে একটি জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে Logo নদী দূষণের দায়ে গাজীপুরে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন। Logo প্রত্যাহার করা হলো ১০২ জন ভূমি কমিশনার কে Logo অ্যামেচার রেডিও কার্যক্রমকে আরো সংগঠিত করার আহ্বান Logo এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo পার্বত্য তিন জেলায় ‘জুলাই পুনর্জাগরণ, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত Logo গণপূর্ত অধিদপ্তরের ০৫ জন প্রকৌশলী ও স্হাপত্য অধিদপ্তরের ০১ জন স্থপতিকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ এর অভিযোগে চাকুরী থেকে বরখাস্ত হয়েছে Logo ০৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী

নারী গৃহকর্মী সম্মেলন-২০২৫: অধিকার সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি: ঢাকা, ২৮ জুলাই ২০২৫ খ্রিস্টান, নারী গৃহকর্মী সম্মেলন-২০২৫” এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সাথে তিনটি কনভেনশনে স্বাক্ষর করার ব্যাপারে কাজ করছি যেখানে শ্রমিকদের নিরাপত্তা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে শ্রমিকদের বিভিন্ন নির্যাতন বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারবে। গৃহকর্মীরা যেন নির্যাতনের শিকার না হয় সেটি আমরা সর্বাগ্রে নিশ্চিত করতে বদ্ধপরিকর। ২০১৫ সালের “গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি‘‘ বাস্তবায়নে হয়তো খানিকটা ব্যর্থ কিছু সীমাবদ্ধতার কারণে তবে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেসব সেবা রয়েছে সেখানে কিভাবে গৃহকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত হয় সেটি নিয়ে আমরা কাজ করতে পারি।

আজ সোমবার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর অডিটোরিয়ামে গণসাক্ষরতা অভিযান, বিএনএসকে, সবুজের অভিযান ফাউন্ডেশন, আভাস, সহায় এবং আশার আলো সোসাইটি এর আয়োজনে অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন এর সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ, কর্মঘণ্টা ও ছুটির আইনি স্বীকৃতি, শারীরিক-মানসিক নির্যাতন বন্ধ, সামাজিক সুরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তি এবং বিশেষ আইন প্রণয়নের দাবি জানানো হয়। শ্রম সচিব উপস্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে প্রেরণের আশ্বাস দেন। জাতীয় জরুরি সেবাসমূহ ৯৯৯, ১৬৩৫৭ ও ১০৯২১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

জাতীয় সংগীত ও মাইলস্টোন স্কুল বিমান দূর্ঘটনা ও জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। আলোচনায় অংশ নেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক, অক্সফামের প্রতিনিধি তারেক আজিজ, বিশ্বব্যাংকের পরামর্শক এবিএম খোরশেদ আলম প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, গৃহকর্মী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষি উপদেষ্টার সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নারী গৃহকর্মী সম্মেলন-২০২৫: অধিকার সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

আপডেট সময় ০৩:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

আলী আহসান রবি: ঢাকা, ২৮ জুলাই ২০২৫ খ্রিস্টান, নারী গৃহকর্মী সম্মেলন-২০২৫” এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থা এর সাথে তিনটি কনভেনশনে স্বাক্ষর করার ব্যাপারে কাজ করছি যেখানে শ্রমিকদের নিরাপত্তা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে শ্রমিকদের বিভিন্ন নির্যাতন বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারবে। গৃহকর্মীরা যেন নির্যাতনের শিকার না হয় সেটি আমরা সর্বাগ্রে নিশ্চিত করতে বদ্ধপরিকর। ২০১৫ সালের “গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি‘‘ বাস্তবায়নে হয়তো খানিকটা ব্যর্থ কিছু সীমাবদ্ধতার কারণে তবে আমাদের স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যেসব সেবা রয়েছে সেখানে কিভাবে গৃহকর্মীদের প্রবেশাধিকার নিশ্চিত হয় সেটি নিয়ে আমরা কাজ করতে পারি।

আজ সোমবার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর অডিটোরিয়ামে গণসাক্ষরতা অভিযান, বিএনএসকে, সবুজের অভিযান ফাউন্ডেশন, আভাস, সহায় এবং আশার আলো সোসাইটি এর আয়োজনে অক্সফাম ইন বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন এর সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি আরও বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি, ২০১৫ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

গৃহকর্মীদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণ, কর্মঘণ্টা ও ছুটির আইনি স্বীকৃতি, শারীরিক-মানসিক নির্যাতন বন্ধ, সামাজিক সুরক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্তি এবং বিশেষ আইন প্রণয়নের দাবি জানানো হয়। শ্রম সচিব উপস্থাপিত দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ আকারে প্রেরণের আশ্বাস দেন। জাতীয় জরুরি সেবাসমূহ ৯৯৯, ১৬৩৫৭ ও ১০৯২১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

জাতীয় সংগীত ও মাইলস্টোন স্কুল বিমান দূর্ঘটনা ও জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধূরী। আলোচনায় অংশ নেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক, অক্সফামের প্রতিনিধি তারেক আজিজ, বিশ্বব্যাংকের পরামর্শক এবিএম খোরশেদ আলম প্রমুখ।

সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, গৃহকর্মী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা প্রতিনিধি উপস্থিত ছিলেন।