
আলী আহসান রবি
গণপূর্ত অধিদপ্তরের ০৫ জন প্রকৌশলী ও স্হাপত্য অধিদপ্তরের ০১ জন স্থপতি বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে পৃথক সময়ে প্রজ্ঞাপন জারী করে চাকুরী থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। যাদের বরখাস্ত করা হয়েছে- মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; আবদুল্লা আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী(ই/এম), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মোছাঃ রাহানুমা তাজনীন, উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; ফারহানা আহমেদ, নির্বাহী প্রকৌশলী (ই/এম)(চ:দা:), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মফিজুল ইসলাম সহকারী প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা এবং শিরাজী তারিকুল ইসলাম, সহকারী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, ঢাকা। কর্মস্হলে বিনা অনুমতিতে অনুপস্হিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এর স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এসকল কর্মকর্তাদের চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে।
মনিরুজ্জামান মনি Toronto University-তে Civil Engineering Department এর Doctoral Program এ অংশগ্রহণ করে ০১/০৯/২০১৭ থেকে ৩১/০৮/২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ ও ছুটির পর ০১/০৯/২০২৩ থেকে অনুমতিবিহিনভাবে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২১ এপ্রিল ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
আবদুল্লা আল মামুন Ph.D in Electrical Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত ০১/০১/২০২১ থেকে ৩১/১২/২০২২ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণের পর ০১/০১/২০২৩ থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ১৫ মে ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
মোছাঃ রাহানুমা তাজনীন University of Wyoming এ Master of Science in Civil Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত ০১/০৮/২০২১ থেকে ৩১/০৭/২০২৩ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে অননুমোদিতভাবে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
ফারহানা আহমেদ Ryerson Univesity-তে Master of Engineering Electical and Computer Engineering এ কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২৫/০৯/২০২০ থেকে ২৪/০৯/২০২২ তারিখ পর্যন্ত শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ৮ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
মফিজুল ইসলাম University of South Florida তে MS in Civil Engineering কোর্সে অধ্যয়নের নিমিত্ত ২০/১২/২০২৩ থেকে ১৮/১২/২০২৪ তারিখ পর্যন্ত মঞ্জুরিকৃত প্রেষণ মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিনা অনুমতিতে কর্মস্হলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২৭ জুলাই ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।
শিরাজী তারিকুল ইসলাম গত ১২/০৫/২০২২ থেকে অননুমোদিতভাবে কর্মস্হলে ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী তাঁকে ২১ মে ২০২৫ তারিখে চাকুরী হতে বরখাস্ত করা হয়।