
আলী আহসান রবি
চীনের একটি কোম্পানি হান্ডা (বাংলাদেশ) গার্মেন্টস কোং লিমিটেড, বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪১.৩৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জন্য বেপজার সাথে একটি জমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে একটি অত্যাধুনিক পোশাক উৎপাদন কারখানা স্থাপন করা হবে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) জনাব মোঃ আশরাফুল কবির এবং হান্ডা (বাংলাদেশ) গার্মেন্টস কোং লিমিটেডের চেয়ারম্যান মিসেস হেং জেলি আজ ঢাকার বেপজা কমপ্লেক্সে তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, হান্ডা গ্রুপের চেয়ারম্যান জনাব হান চুন এবং বেপজা ও হান্ডা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।