
আলী আহসান রবি
বিভিন্ন অঞ্চলে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ১০২ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার, সহকারী কমিশনাররা (ভূমি) এসি ল্যান্ড হিসেবেই বেশি পরিচিত।
বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়, প্রজ্ঞাপনে বলা হয়, প্রত্যাহারকৃত এসব কর্মকর্তাকে এখন থেকে সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পালনের জন্য দেশের বিভিন্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এসি ল্যান্ডের পদে কর্মরত ৩৭তম বিসিএস ক্যাডারদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে এবং নতুন পদে পদায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রশাসনিক রদবদলের এই সিদ্ধান্তকে অভ্যন্তরীণ কাঠামোগত উন্নয়ন এবং কর্মকর্তাদের অভিজ্ঞতা বৃদ্ধির অংশ হিসেবেই দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।