
নিজস্ব প্রতিবেদক:
শারীরিক সক্ষমতা যাচাই (PET) প্রক্রিয়া সম্পন্ন হবে মোট ৩ দিনে ৭ টি ইভেন্টের মাধ্যমে।
☞ প্রথম দিন>
প্রার্থীর ওজন, উচ্চতা ও কাগজপত্র যাচাই করা হবে।
☞ দ্বিতীয় দিন>
◑ প্রথম ইভেন্ট:
পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ড ২০০ মিটার এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডে ২০০ মিটার দূরত্ব অতিক্রম dcকরতে হবে।
◑ দ্বিতীয় ইভেন্ট (পুশ আপ):
পুরুষ প্রার্থীদের ৩৫ সেকেন্ডে ১৫ টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০ টি পুশ আপ দিতে হবে।
◑ তৃতীয় ইভেন্ট (লং জাম্প):
পুরুষ প্রার্থীদের ১০ ফুট এবং নারী প্রার্থীদের ৬ ফুটdc দূরত্বের লং জাম্প দিতে হবে। (সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবে)
◑ চতুর্থ ইভেন্ট (হাই জাম্প):
পুরুষ প্রার্থীদের ৩.৫ ফুট এবং নারী প্রার্থীদের ২.৫ ফুট উচ্চতায় হাই জাম্প দিতে হবে। (সর্বোচ্চ ৩ বার সুযোগ পাবে)
☞ তৃতীয় দিন>
◑ পঞ্চম ইভেন্ট (দৌড়):
পুরুষ প্রার্থীদের ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার dcএবং নারী প্রার্থীদের ৬ মিনিটে ১০০০ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে।
◑ ষষ্ঠ ইভেন্ট (ড্র্যাগিং):
পুরুষ প্রার্থীদের ১৫০ পাউন্ড ওজনের টায়ার টেনে ৩০ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের ১১০ ফুট ওজনের টায়ার টেনে ২০ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে।
◑ সপ্তম ইভেন্ট dc(রোপ ক্লাইম্বিং):
পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ৮ উচ্চতা পর্যন্ত দড়ি বেয়ে উপরে উঠতে হবে।
✪ উল্লেখ্য যে, কোনো প্রার্থী যেকোনো একটি ইভেন্টে অকৃতকার্য হলে তার প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে।