ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নওগাঁ জেলায় পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ জুন – ২০২৫ প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন Logo প্রধান উপদেষ্টা কুয়ালালামপুর ত্যাগ করেছেন Logo বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ Logo মধ্যনগরে ইসলামী আন্দোলনের বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত Logo মধ্যনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ। Logo কক্সবাজারে রেকর্ড ১,৩২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি Logo জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে – ধর্ম উপদেষ্টা Logo নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বড়ো অভিযানে ৯ টন পলিথিন জব্দ এবং ৪ লক্ষ টাকা জরিমানা আদায়, সংযোগ বিচ্ছিন্ন। Logo জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিসিটিআই পরিদর্শনে তথ্য উপদেষ্টা Logo তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৩০

মধ্যনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নূরুজ্জামান সিদ্দিকীর বিরুদ্ধে ত্রাণ ও কর্মসংস্থান (টিআর) প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রংচী গ্রামের সর্বজনীন কবরস্থানের গাইডওয়াল নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের টিআর প্রকল্প থেকে ২ লাখ টাকা বরাদ্দ হয়। ওই প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্য নূরুজ্জামান সিদ্দিকী। অভিযোগ রয়েছে, তিনি নিজের লোক দিয়ে কমিটি গঠন করে নিয়ম বহির্ভূতভাবে প্রকল্পের প্রায় ১ লাখ টাকা ব্যক্তিগত কাজে খরচ করেছেন এবং পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন না করেই টাকা উত্তোলন করেছেন।

এ ঘটনায় রংচী সর্বজনীন গোরস্থান কমিটির সভাপতি মোঃ আব্দুস ছোবান উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ রয়েছে, বিষয়টি জানতে চাইলে নূরুজ্জামান সিদ্দিকী স্বীকার করেন যে তিনি ১ লাখ টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন এবং বাকী টাকা গ্রামবাসীকে দেওয়া হবে। এছাড়া, তিনি কবরস্থান কমিটির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিজানুর রহমান বলেন, “ইউপি সদস্য কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাতের চেষ্টা করছেন—এমন খবর আমাদের কাছে রয়েছে। পানি কমে গেলে আমরা নিজে গিয়ে কাজ করিয়ে বাকি বিল পরিশোধ করব। আর যদি কাজ না করে ইতোমধ্যে টাকা নেওয়া হয়ে থাকে, তাহলে তা ফেরত নেওয়ারও ব্যবস্থা রয়েছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায় জানান, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হবে। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্ত ইউপি সদস্য নূরুজ্জামান সিদ্দিকী বলেন, “কে অভিযোগ করলো, তা দেখার সময় আমার নেই। প্রকল্পের সময় শেষ হয়েছে—এমন প্রশ্নে তিনি জানান, আমার সময় এখনো শেষ হয়নি। আমি আমার মতো করেই কাজ করব।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁ জেলায় পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ জুন – ২০২৫ প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

মধ্যনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ।

আপডেট সময় ০৩:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নূরুজ্জামান সিদ্দিকীর বিরুদ্ধে ত্রাণ ও কর্মসংস্থান (টিআর) প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রংচী গ্রামের সর্বজনীন কবরস্থানের গাইডওয়াল নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের টিআর প্রকল্প থেকে ২ লাখ টাকা বরাদ্দ হয়। ওই প্রকল্পের সভাপতি ছিলেন ইউপি সদস্য নূরুজ্জামান সিদ্দিকী। অভিযোগ রয়েছে, তিনি নিজের লোক দিয়ে কমিটি গঠন করে নিয়ম বহির্ভূতভাবে প্রকল্পের প্রায় ১ লাখ টাকা ব্যক্তিগত কাজে খরচ করেছেন এবং পূর্ণাঙ্গ কাজ সম্পন্ন না করেই টাকা উত্তোলন করেছেন।

এ ঘটনায় রংচী সর্বজনীন গোরস্থান কমিটির সভাপতি মোঃ আব্দুস ছোবান উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ রয়েছে, বিষয়টি জানতে চাইলে নূরুজ্জামান সিদ্দিকী স্বীকার করেন যে তিনি ১ লাখ টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন এবং বাকী টাকা গ্রামবাসীকে দেওয়া হবে। এছাড়া, তিনি কবরস্থান কমিটির সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিজানুর রহমান বলেন, “ইউপি সদস্য কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাতের চেষ্টা করছেন—এমন খবর আমাদের কাছে রয়েছে। পানি কমে গেলে আমরা নিজে গিয়ে কাজ করিয়ে বাকি বিল পরিশোধ করব। আর যদি কাজ না করে ইতোমধ্যে টাকা নেওয়া হয়ে থাকে, তাহলে তা ফেরত নেওয়ারও ব্যবস্থা রয়েছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায় জানান, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিনে পাঠানো হবে। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্ত ইউপি সদস্য নূরুজ্জামান সিদ্দিকী বলেন, “কে অভিযোগ করলো, তা দেখার সময় আমার নেই। প্রকল্পের সময় শেষ হয়েছে—এমন প্রশ্নে তিনি জানান, আমার সময় এখনো শেষ হয়নি। আমি আমার মতো করেই কাজ করব।”