
তিন দিনব্যাপী মাঠ কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১৩ জুন ২০২৫ খ্রি. পুলিশ লাইন্স নওগাঁয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
এ পর্যায়ে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম পুলিশ সুপার নওগাঁ উপস্থিত ছিলেন।
কার্যক্রম শুরুর আগে পুলিশ সুপার মহোদয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ভর্তি ইচ্ছুক প্রার্থী এবং অভিভাবকদেরকে দালাল চক্র এবং প্রতারক চক্র থেকে সাবধান থাকার বিষয়ে সতর্ক করেন।কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোন ধরনের অবৈধ আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহবান জানান। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় নওগাঁ জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সকল সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।