
আলী আহসান রবি:মেহেরপুর জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগষ্ট ২০২৫) এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম।
সভায় জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা পুলিশ সুপারের কাছে তাদের সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি, জেলা থেকে বিভিন্ন সময়ে পিআরএল-এ গমনকারী পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনাও প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।