
অনলাইন ডেক্স:পুলিশ সুপার,নাটোরের সার্বিক দিক নির্দেশনায় নাটোর জেলা ডিবি’র একটি টিম ১৬/০৮/২৫ খ্রিঃ সকাল ০৬.৪৫ ঘটিকায় নাটোর জেলার নাটোর থানাধীন তেবাড়ীয়া ইউনিয়নের একডালা নারায়নপাড়া গ্রামস্থ্ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোছাঃ জোবাইরা (৩০), স্বামী- জয়নাল উদ্দিন, পিতা- মেহের আলী, সাং-বালুখালী (রোহিঙ্গা ক্যাম্প বি-ব্লক), থানা- উখিয়া, জেলা-কক্সবাজার, ২। মোছাঃ দোলু (২৫), স্বামী- নুর হোসেন, পিতা- মোঃ আব্দুল করিম, সাং- সমিতি পাড়া ১নং ওয়াড (উত্তর পাড়া, নতুন পাড়া বিমান বন্দরের পার্শ্বে), থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজারদ্বয়দের আটক করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে (১৫০০ +১৫০০) = ৩০০০ (তিন হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নাটোর সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।