
নিউজ ডেক্স:১৫ আগস্ট ২০২৫ খ্রিঃ(শুক্রবার) দিবাগত রাত ০২.১৫ ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শাহীনুর আলম এর নেতৃত্বে একটি আভিযানিক টিম সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতির সহযোগী এবং যুবলীগের সক্রীয় কর্মী মোঃ ভুট্টু(৩৯), পিতা – মৃত কামাল, সাং-সুমিলপাড়া বিহারী ক্যাম্প এবং সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ আঃ বারেক(৬৫), পিতা-মৃত ছিদ্দিক মিয়া, সাং-পাইনাদী নতুন মহল্লাদের বিহারী ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করে। তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ জনাব খন্দকার নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি আভিযানিক টিম আড়াইহাজার উপজেলার তাতীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন(৪০), পিতা-মৃত সুলতান মিয়া, সাং-বাঘানগর; ব্রাক্ষ্মনন্দী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি মোঃ মাসুদ(৩৮), পিতা-মৃত নুরুল হক, সাং-ব্রাক্ষ্মনন্দী মধ্যপাড়া এবং মাহমুদপুর ইউনিয়নের শেখ রাসেল সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ নাইফ মোল্লা(২২), পিতা-মৃত পারভেজ মোল্লা, সাং-শ্রীনিবাসদী দক্ষিণ পাড়া’দের আড়াইহাজার পৌড়সভা বাজার ও ব্রাক্ষ্মনন্দী বাজার এলাকা থেকে ১৪ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত ১০.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। তাদেরকে অদ্য ১৫ আগস্ট ২০২৫ খ্রিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।