
আলী আহসান রবি : রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯ (ঊনত্রিশ) জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন, কলাবাগান থানা একজন ও মতিঝিল থানা সাতজনকে গ্রেফতার করেছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে নয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ সোহাগ মিয়া (২০) ২। মোঃ মনির (৩৫) ৩। আলাউদ্দিন (২৮) ৪। রতন মিয়া (৩০) ৫। মোঃ সিফাত (২০) ৬। মোঃ মাছুম (২৫) ৭। মোঃ লিটন (২৯) ৮। আঃ করিম (৪৫) ও ৯। মোঃ শফিকুল ইসলাম (৩৩)।
রূপনগর থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) রূপনগর থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে মোট ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ উলাদ মিয়া (২৪) ২। মোঃ রায়হান আলী (১৮) ৩। মোঃ রনি (১৮) ৪। মোঃ নাজমুল হাসান (২২) ৫। মোঃ মোস্তাকিন (২৫) ও ৬। মোঃ নাঈম হাওলাদার (৩১)।
অন্যদিকে শেরেবাংলা থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) শেরেবাংলা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বাবুল (২২) ২। মোঃ সাগর সরদার (২২) ৩। মোঃ রিয়াদ হোসেন (১৯) ৪। মোঃ নাহিদুল ইসলাম (৩৮) ৫। মোঃ শাকিল আহম্মেদ (২৮) ও ৬। মোঃ ইসলাম (৩৮)।
এছাড়া কলাবাগান সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) কলাবাগান থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ সবুজ হোসেন (৩২)।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) মতিঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। সুমন বসাক (৪৫) ২। মোঃ আনিসুর রহমান (৪৪) ৩। মোঃ নিয়াজ হোসেন লোটাস (৪৫) ৪। মোঃ মনির (৫৫) ৫। মোঃ নুর আলম (২৪) ৬। মোঃ সুরুজ মিয়া (৩০) ও ৭। মোঃ হারুন (৫০)।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব সংবাদ : 
















