
নিজস্ব প্রতিবেদক: জামালপুর পুলিশ লাইন্স ভেন্যুতে জেলা পুলিশের মাসিক ইন্টেলিজেন্স পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
সভায় বিগত মাসে ডিএসবি, জামালপুর কর্তৃক বিভিন্ন কর্মসূচি উপলক্ষে গৃহীত নিরাপত্তামূলক পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, এসব কর্মসূচিতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
সভায় পুলিশ সুপার বলেন—বিগত মাসে ডিএসবি, জামালপুর কর্তৃক গৃহীত সকল নিরাপত্তামূলক পদক্ষেপ সফলভাবে সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ে ডিআইও/সহকারী ডিআইও ও ওয়াচারদের মাধ্যমে প্রাপ্ত অগ্রিম গোয়েন্দা তথ্য আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে যেকোনো অনুষ্ঠান, কর্মসূচি বা ইভেন্ট নির্বিঘ্নে সম্পন্ন করতে হলে এ ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ আরও জোরদার করতে হবে। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জনগণের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন—জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; জনাব মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর; জনাব মোঃ রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার; ডিআইও-১, জামালপুরসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।