
কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (৩ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিকাল ২টায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সাজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকন উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জলিল ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগর।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানকে স্মরণ করে বলেন, “গণতন্ত্র পুনঃউদ্ধারে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই সামনে এগিয়ে যেতে হবে। সংকটময় মুহূর্তে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারে কেবল একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার।” তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করার আহ্বান জানান।