
মো: হামিম রানা (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার তোররা বাজারের মো: আতিউর রহমান আতিক দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে আসছেন। ২০০৮ সাল থেকে তিনি মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
২০১১ সালে তিনি প্রতিষ্ঠা করেন তোররা ইসলামী আদর্শ পাঠাগার। এরপর ২০১৭/১৮ সাল থেকে রাস্তায় পড়ে থাকা অসহায়, মানসিক ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়াতে শুরু করেন।
তার মানবিক উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য হলো—
প্রতি সপ্তাহে একদিন হরিপুরের সকল মানসিক ভারসাম্যহীন মানুষদের গোশত-ভাত খাওয়ানোর আয়োজন।
প্রতি মাসে একবার তাদের গোসল করানো ও চুল কেটে দেওয়া।
অসুস্থ মানসিক রোগীদের চিকিৎসার ব্যবস্থা। এখন পর্যন্ত ৫ জনের চিকিৎসা সম্পন্ন করেছেন। কারও হাত পঁচে পোকা হয়ে যাওয়া, কারও পা পঁচে যাওয়া কিংবা আঙুলে আংটি মাংসের ভেতরে ঢুকে যাওয়া—এমন জটিল অবস্থার রোগীকেও তিনি সেবার আওতায় এনেছেন।
এখন পর্যন্ত ৯ জন মানসিক রোগীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।
এছাড়াও ঈদ উপলক্ষে তিনি এদের জন্য বিশেষ আয়োজন করেন। নতুন কাপড় পরিয়ে, খাবার খাইয়ে তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
মানবতার সেবায় মোঃ আতিউর রহমান আতিকের
এই নিরলস প্রচেষ্টা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।