
ডেস্ক নিউজ : কুষ্টিয়া সদর উপজেলায় মরিচ বিক্রি করতে বাজারে যাওয়ার পথে আবুল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উজানগ্রাম ইউনিয়নের বাক্স ব্রিজ এলাকার রাস্তার পাশে ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে আব্দালপুর ইউনিয়নের পান্তাপাড়া গ্রামের বাসিন্দা কৃষক আবুল হোসেন বাড়ি থেকে কয়েক কেজি মরিচ নিয়ে সাইকেলযোগে বৃত্তিপাড়া বাজারের উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘ সময়েও তিনি বাড়ি না ফেরায় উদ্বেগ দেখা দেয় পরিবারের সদস্যদের মধ্যে। দুপুর সোয়া একটার দিকে স্থানীয় এক নারী আগাছা পরিষ্কার করার সময় রাস্তার পাশে ঝোপের মধ্যে তার লাশ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পরিবার ধারণা করছে, পথে উজানগ্রামের বাক্স ব্রিজের কাছে হঠাৎ স্ট্রোক করলে সাইকেলসহ রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে যান আবুল হোসেন। সেখানেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরিচ বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হলেও বাজারে পৌঁছাতে না পেরে জীবনের ইতি টানলেন এক পরিশ্রমী কৃষক।