
ভোলায় পুলিশের বিশেষ অভিযানে একজন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি স্থানীয় এলাকায় সংঘটিত কয়েকটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বলেছে, সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব সংবাদ : 




















