
মোঃহামিম রানা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নবাগত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছে রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ ।
বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের নেতৃত্বে প্রেসক্লাবের একটি প্রতিনিধি দল নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির তালিকা হস্তান্তর করা হয়।
সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগম বলেন, “প্রেস একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। প্রশাসনের কাজের পাশাপাশি সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা সমাজকে এগিয়ে নিতে সহায়তা করে।” তিনি রাণীশংকৈল প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপজেলা উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন—
রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হযরত আলী, সহ-সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসিফ ইকবাল, প্রচার সম্পাদক মিঠুন কুমার রায়, কার্যকরী সদস্য মোঃ রাকিব ফেরদৌস, সদস্য মোঃ হামিম রানা, মোঃ মিলন খান ও মোঃ আব্দুল আজিজ।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে একটি সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠলে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হয়। তারা আশা প্রকাশ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাতিজা বেগমের নেতৃত্বে রাণীশংকৈল উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে স্মৃতিচারণমূলক ছবি তোলা হয় এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নিজস্ব সংবাদ : 




















